ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রাত ১০টার মধ্যে ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ১১ মে ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের বিভিন্ন জেলাগুলোর ওপর দিয়ে রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (১১ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

মোস্তফা কামাল পলাশ লেখেন, আজ বিকেল ৫টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে।

তিনি আরও লেখেন, এ ছাড়াও বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে গাজীপুর, টাঙ্গাইল, নারসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলাতে বৃষ্টি হতে পারে।

এর আগে, আরেক পোস্টে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে বলেও জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এ ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম ‘শক্তি’। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা জানান। তিনি জানান, আগামী ২৪ থেকে ২৬ মে’র মধ্যে এ ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। 

আবহাওয়াবিদ পলাশ তার স্ট্যাটাসে বলেছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’ (শ্রীলংকার দেওয়া নাম)।

তিনি আরও লেখেন, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে ২৪ থেকে ২৬ মে’র মধ্যে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। এখনো ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি। তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে, তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলেও জানান তিনি।

তিনি বলেন, পরিস্থিতি যেমন যাচ্ছে, এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে এখনো চূড়ান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময়মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি